তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে কাঁকসার রাজ বাঁধে দু'নম্বর জাতীয় সড়কের ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠায়।
কিভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে তা কারোর জানা নেই তবে পুলিশের অনুমান পানাগর থেকে দুর্গাপুর যাওয়ার পথে রাজবান্দের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারার ফলেই দুর্ঘটনা ঘটে। এবং রাস্তার উপর মোটরসাইকেল আরোহী পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার জেরে দু'নম্বর জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।