সংবাদাতা,পূর্ববর্ধমান:- ক্ষতিপূরণ নিয়ে সোমবার পূর্ববর্ধমানের মেমারির রসুলপুরের হিমঘর মালিকের দেওয়া সময়সূচী অনুযায়ী পূর্ববর্ধমানের জেলাশাসকের অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে বসেন জেলাশাসক প্রিয়াংকা সিংলা,জেলা পুলিশসুপার কামনাশীষ সেন।সেই বৈঠকেই হিমঘরের মালিক স্পষ্ট জানিয়ে দেন আপাতত বস্তাপিছু ১৫০ টাকা করে ক্ষতিপূরণ দিতে পারবেন।
পরবর্তীতে ইন্সুরেন্স ও হাইকোর্টের সিদ্ধান্ত যা হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।কিন্তু চাষীরা আপাতত বস্তা পিছু ৫০০ টাকা করে দাবী করেন খরিফ মরশুমের চাষের সুবিধার্থে। সেই দাবী হিমঘর মালিক মেনে না নেওয়ায় বৈঠক ভেস্তে যায়।এরপরই কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত চাষীরা।