তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- নবদ্বীপ থেকে আসানসোল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল বেসরকারি একটি যাত্রীবাহী বাস।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বুদবুদ থানার অন্তর্গত পানাগড় সেনা ছাউনির এক নম্বর রেলগেটের কাছে দু'নম্বর জাতীয় সড়কের ওপর।বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন বাসটি নবদ্বীপ থেকেই দ্রুত গতিতে আসানসোলের দিকে ছুটে যাচ্ছিল।
যাত্রীরা বারবার নিয়ন্ত্রণে চালানোর জন্য চালককে আবেদন করলেও যাত্রীদের কথায় সাড়া না দিয়ে দ্রুতগতিতে বাস নিয়ে বুদবুদ বাইপাস পার করার পর সেনা ছাউনির এক নম্বর গেটের কাছে একটি কয়লা বোঝাই লরির পেছনে ধাক্কা মারে বাস টি।
যাত্রীরা জানিয়েছেন বাসে সেই সময় প্রায় 30 জনেরও বেশি যাত্রী ছিল। যার মধ্যে ১০ জন যাত্রী অল্পবিস্তর আহত হয় এবং দুজন যাত্রী গুরুতর আহত হয়। বুদবুদ থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার জেরে দু'নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা গ্রস্ত গাড়ি দুটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।