তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে ধৃৃতের নাম তিনু রয়।ধৃত ব্যক্তি বাঁকুড়া জেলার বাসিন্দা। সোমবার ভোর রাত্রে অভিযান চালিয়ে কাঁকসার বাঁশকোপা এলাকায় একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একুশটি দেশি মদের বোতল উদ্ধার করে পুলিশ।
সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় মদ কান্ড নিয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য।সেই ঘটনার পর থেকেই কাঁকসার বিভিন্ন এলাকা জুড়ে নজরদারি চালায় কাঁকসা থানার পুলিশ।সোমবার ভোররাত্রে সূত্র মারফত খবর পেয়ে আচমকা হানা দিয়ে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সোমবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।