তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গর্তে নেমে বিপদজনক ভাবে হেলে গেলো লরি। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে কাঁকসার ত্রিলোকচন্দ্র পুর এলাকায় পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কে। যদিও ঘটনার সময় দ্রুত লরি থেকে বেরিয়ে আসেন লরির চালক ও খালাসি।
স্থানীয় সূত্রে জানা গেছে বীরভূম থেকে পানাগড় আসার পথে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গড়তে নেমে যায়।রাস্তার ধারে কাঁচা মাটির কারণে লরির বা দিকের সামনের ও পিছনের চাকা গড়তে ঢুকে রাস্তার ধারে হেলে যায়। লড়িটি উল্টে যাওয়ার পরিস্থিতি দেখে তড়িঘড়ি লরির চালক ও খালাসি লরি থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
এই ঘটনার জেরে রাস্তার ধারে লড়িটি বিপদজনক ভাবে হেলে থাকায় মোড় গ্রাম রাজ্য সড়কে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে একটি হাইড্রা ক্রেন ও দুটি ক্রেনের সাহায্যে লিরিটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।