তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত কয়েকদিন ধরে দামোদর নদে জল ছাড়া বন্ধ করেছে ডিভিসি। পাঞ্চেত জলাধার থেকে পুরোপুরিভাবে জল ছাড়া বন্ধ রয়েছে বলে ডিভিসি সূত্রে জানা গেছে।যার কারনে দামোদর নদ সংলগ্ন সেচ খাল গুলিতে জল না মেলায় সমস্যায় পড়েছেন কাঁকসা ও আশেপাশের এলাকার কৃষকেরা।বর্ষার মরশুমে তেমনভাবে বৃষ্টির দেখা নেই তাই সেচ খালের জলের উপরেই ভরসা করেই এবার আমন ধানের চাষ করেছেন কাঁকসার হাজার হাজার কৃষক।
ইতিমধ্যে মাঠে ধানও পোঁতা হয়ে গেছে বহু এলাকায় যেটুকু সেচ খালের জল মিলেছে তাতেই।এবার আগামী দিনে জল না পেলে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে সমস্ত কৃষকদের এমনটাই জানিয়েছেন কৃষকেরা।কারণ বহু কৃষক আছেন যারা সেচ খালের জলের উপরেই ভরসা করে ঋণ নিয়ে জমিতে ধান পুঁতেছেন কিছু লাভের আশায়।আগামীদিনে সেচ খালে জল না পাওয়া গেলে মাঠেই নষ্ট হবে ধান।যার ফলে ক্ষতির মুখে পড়বেন কাঁকসার বহু কৃষক।
ঋণের দায়ে জজ্জ্বরিত হয়ে পড়বেন হাজার হাজার কৃষক। তাই মুখ্যমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন যদি সেচের জলের অভাবে মাঠেই ফসল নষ্ট হয়ে যায়।তবে সেই সমস্ত ক্ষতিগ্রস্থ কৃষকদের ঋণ মকুবের ব্যবস্থা করুক সরকার।এখন ডিভিসি কবে জল দেয় সেই দিকেই তাকিয়ে বসে রয়েছেন কাঁকসার কৃষকরা।