শুভময় পাত্র,বীরভূম:- সদ্য প্রয়াত বোলপুরের সনাম ধন্য এক টাকার ডাক্তার পদ্মশ্রী প্রাপক ড: সুশোভন বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে শ্রদ্ধা জানাতে এদিন বোলপুরে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বীরভূমে এক দলীয় কার্যে অংশগ্রহণ করতে বীরভূমের সদর শহর সিউড়িতে এসেছিলেন তিনি। তারই এক ফাঁকে তার নিকট আত্মীয় বলে ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে শ্রদ্ধা জানান তিনি।
বোলপুরের হরগৌরিতলায় ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও তার চেম্বারে এসে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রথমেই তিনি ডাক্তারবাবুর চেম্বারে এসে উপস্থিত হন। সেখানে ডাক্তারবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। পরে তিনি ডাক্তারবাবুর পুরো চেম্বার ঘুরে দেখে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান এই রকম পরিস্থিতিতে কোনরকম রাজনৈতিক বক্তব্য তিনি দেবেন না। তিনি শুধুমাত্র ডাক্তার বাবুর কৃতকর্মের বেশ কিছু কথা সাংবাদিকদেরকে সামনে বলেন। তিনি এও বলেন রাজ্যে যদি এই আদর্শ নিয়ে কিছু সংখ্যক ডাক্তার তাদের ডাক্তারি করেন তাহলে রাজ্যে চিকিৎসা ব্যবস্থার এক আমুল পরিবর্তন হবে।