সংবাদাতা,পূর্ববর্ধমান:- 'মদ-কাণ্ডে' ফরেনসিক টিম বর্ধমানে।দুই সদস্যের টিম বর্ধমান শহরের জিটি রোডের অভিশপ্ত হোটেলে ঢুকে নমুনা সংগ্রহ করে।ঘন্টা দেড়েক ফরেনসিক টিমের দুই সদস্য হোটেলে বিভিন্ন নমুনা সংগ্রহের পাশাপাশি হোটেল সংলগ্ন অভিযুক্ত হোটেল মালিক গনেশ পাশোয়ানের বাড়িতেও ঢোকেন।
বাড়িতে তালা দেওয়ায় পুলিশ তালা ভেঙে ঘরে ঢোকে।ফরেনসিক টিমের সঙ্গে ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। হোটেলে নমুনা সংগ্রহ করার সময় কিছুক্ষণের জন্য উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল।
ফরেনসিক টিমের সদস্য ডঃ দেবাশীষ সাহা বলেন,নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু এর বেশী কিন্তু বলতে অস্বীকার করেন। বর্ধমান 'মদ-কাণ্ডে' এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। গ্রেফতার করা হয়েছে হোটেলের মালিক গনেশ পাশোয়ানকে।