তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসায় ২০১৮ সালে অস্ত্র উদ্ধারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবক কে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত যুবকের নাম শেখ হিরা। ধৃত যুবক কাঁকসার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবক দীর্ঘদিন ধরে একটি অস্ত্র উদ্ধারের মামলার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ওই যুবককে দীর্ঘদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল।
অবশেষে সূত্র মারফত খবর পেয়ে ওই যুবককে কাঁকসায় তার বাড়ি থেকে বুধবার ভোর রাত্রে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।পাশাপাশি একটি চুরির ঘটনায় সাথে যুক্ত আরও এক জনকে একই সাথে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।