টিফিন খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লো পড়ুয়ারা। শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের আউশা প্রাথমিক স্কুলের বাচ্ছাদের নিয়ে র্যালি হয়। র্যালির পর পড়ুয়াদের কেক ও গ্লুকোজ জল দেওয়া হয়। এরপরই পড়ুয়ারা অসুস্থ হয়ে যায়। মাথাঘোরা ও বমি শুরু হয়।পড়ুয়ারা অচেতন হয়ে পড়ে । অসুস্থ বাচ্চাদের একটি গাড়ি ও একটি বাসে করে বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৬২ জন পড়ুয়াকে ভর্তি করা হয় হয়েছে হাসপাতালে ।
এই ঘটনায় স্থানীয় নবস্থা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। রাস্তায় গাছ ফেলে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে যায় পৌঁছায় মেমারী থানার পুলিশ। নবস্থা পঞ্চায়েতে থাকা একটি এ্যাম্বুলেন্সে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। শেষমেশ বিক্ষোভকারীদের সরাতে লাঠি চার্জ করে পুলিস।
এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অসুস্থ ছাত্রছাত্রীদের দেখতে বর্ধমান হাসপাতালে পৌঁছায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু ও বিধায়ক অলোক মাঝি । বাচ্চাদের অবস্থা আপতত স্থিতিশীল বলে জানান দেবু বাবু।