তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা শুরু হতেই দেশ জুড়ে আনন্দে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। পাশাপাশি বৃহস্পতিবার বিকালে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে সাধারণ মানুষের মধ্যে পায়েস বিতরণ করে বিজেপি কর্মী সমর্থকরা ও আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা ও কাঁকসা দু নম্বর মন্ডলের সদস্যরা।রমন শর্মা জানিয়েছেন ভারত বর্ষে প্রথমবার কোনো আদিবাসি সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন। সারা দেশের পাশাপাশি তারাই আনন্দে মেতে উঠেছে।সেই খুশিতে তারা দলের পক্ষ থেকে সকলের মধ্যে পায়েস বিতরণ করেন।
পাশাপাশি এদিন বিজেপি মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় র্যালি বের করে বিজেপি। বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমানের আমড়াল গ্রামে জেলা সভাপতি অভিজিৎ তার নেতৃত্বে র্যালি হয়।