তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এর একটি দল রবিবার ভোরে কাঁকসার বীরভূমগামী আন্ডার পাশের এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত দুজনের কাছ থেকে তল্লাশি চালিয়ে প্রায় দু কেজি ওজনের ব্রাউন সুগার উদ্ধার করে এসপিএফ এর দল।
ধৃতদের মধ্যে একজনের নাম হলো বিধান বৈদ্য তিনি বাঁকুড়ার বাসিন্দা। অপর একজনের নাম সঞ্জীব ভক্ত নদীয়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ধৃত দুজনকে রবিবার আসানসোল জেলা আদালতে পেশ করে এসটিএফ।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে রবিবার ভোররাত্রে এস টি এফ এর দলটি অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের সহযোগিতায়।
কোথা থেকে তারা বিপুল পরিমানে মাদকদ্রব্য নিয়ে এসেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। আরো কেউ এই ঘটনার সাথে যুক্ত আছে কিনা তারও তদন্ত শুরু হয়েছে।ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১২দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।