নীলেশ দাস ,আসানসোল:- রহস্যজনক ভাবে মৃত্যু এক এএসআই এর। শনিবার ঘটনাটি ঘটেছে আসানসোলের উত্তর থানা অন্তর্গত জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি এলাকার লোকো কলোনিতে।
যে কোয়ার্টারে থাকতো সেই কোয়ার্টারে মৃতদেহ উদ্ধার হয়েছে। সূত্রে জানা গেছে আসানসোল উত্তর থানা এলাকার জাহাঙ্গীর মহল্লা ফাঁড়িতে কর্মরত ছিলো নিতাই হালদার। আরো জানা গেছে কনস্টেবল থেকে এএসআই হয়েছিল নিতাই হালদার। শেষ পাওয়া খবর এইটাই জানতে পারা গেছে।
তবে এ ঘটনায় পুলিশ মহলে সোখের ছায়া নেমে এসেছে। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর কারণ।