সোমনাথ মুখার্জী,অন্ডাল :- অন্ডাল-সাঁইথিয়া (Andal-Sainthia) লোকাল ট্রেনে (Local Train) আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ।জানাগেছে অন্ডাল-সাঁইথিয়া লোকাল ট্রেন (Andal-Sainthia Local Train )টি অন্ডাল থেকে রওনা হয় নির্দিষ্ট সময়ে। প্রত্যক্ষদর্শীরা জানান ২.১০ নাগাদ কাজোড়া স্টেশন ছাড়া মাত্রই বিকট একটি আওয়াজ হয়ে ট্রেন টি দাঁড়িয়ে যায় মেন্ লাইন এর উপর এবং ইঞ্জিনে থেকে ধোঁয়া বেরুতে থাকে ।
হটাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বেরুতে থাকলে ট্রেনের গার্ড এবং ড্রাইভার তৎক্ষণাৎ ইঞ্জিন সংলগ্ন কামরা থেকে যাত্রীদের নামিয়ে আনেন এবং নিজেরাই তাদের চেষ্টায় অগ্নি নির্বাপক স্প্রে দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। যদিও খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই ট্রেন এর ড্রাইভার ও গার্ড এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে এই ঘটনায় যাত্রীরা বেশ আতঙ্কিত। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।