তনুশ্রী চৌধুরী, পানাগড় :- এক গৃহস্থের বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম এর গোপালপুর কলোনী এলাকার এক বাড়িতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট এলাকার এক ব্যক্তির বাড়িতে একটি বিষধর গোখরো সাপ ঢুকে যায়। বাড়ির সদস্যরা ওই সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা বনদফতর কে খবর দেয়।খবর পেয়ে বন দফতরের কর্মীরা গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর ওই বিষধর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান ।
প্রতক্ষদর্শীরা জানান, প্রায় সাড়ে ৪ ফুট লম্বা এই সাপটি গোখরো প্রজাতির। পূর্ণবয়স্ক এই সাপটি মারাত্মক বিষধর। পাশাপাশি বন দফতরের কর্মীরা জানান কোনও কারণবশত সাপটি এলাকার এক গৃহস্থের বাড়িতে ঢুকে পড়েছিল। আপাতত ওই সাপটিকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে, এলাকার মানুষ সাপটিকে দেখে তাকে না মেরে বন দফতর কে খবর দিয়েছে এটাই খুব ভালো লাগছে। মানুষ সচেতন হয়েছে বলেই এই ধরনের বিষধর সাপকে বাঁচিয়ে রাখা সম্ভব।‘