তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আকন্দরা গ্রামে বেসরকারি গ্যাস সংস্থার গেটের সামনে অতিরিক্ত কর্মী নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালেন সংস্থায় কর্মরত নিরাপত্তা রক্ষীরা।নিরাপত্তা রক্ষীদের দাবি ওই সংস্থার অধীনে প্রায় ২০ জন নিরাপত্তা রক্ষী রয়েছে। বিভিন্ন সময় এলাকাজুড়ে কখনো চোরের উপদ্রব ,কখনো সাপ ব্যাং থেকে শুরু করে নানান সমস্যায় পড়তে হয় তাদের।
তাই যেখানে তারা একজন কাজ করতেন সেখানে অতিরিক্ত আরও একজন করে কর্মী বাড়ানোর জন্য তারা সংস্থার গেটের বাইরে বিক্ষোভে বসেন।এদিন সকাল থেকে প্রায় ২০ জন নিরাপত্তা রক্ষী কাঁকসার GG2 পিটে বিক্ষোভে বসে।যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন।