সংবাদাতা,পূর্ববর্ধমান:- বিষমদ কান্ডে এবার কলেজ মোড়ের হোটেলে নমুনা সংগ্রহ করল স্বাস্থ্য দপ্তরের খাদ্য নিরাপত্তা আধিকারিকরা। এই বিভাগের দুই সদস্য আজ হোটেল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। সোমবার বিকালে পুলিশকে সাথে নিয়ে অভিক পান্ডা সহ দুই সদস্যের তদন্তকারী দল কলেজমোড়ে আসেন। প্রায় তিরিশ মিনিট তারা কলেজমোড়ের হোটেলে ছিলেন। যদিও তদন্তের বিষয়ে কোনও মন্তব্য করেননি খাদ্য নিরাপত্তা আধিকারিকরা।
এই হোটেলের মদ খেয়েই বেশিরভাগ মানুষ অসুস্থ হয়েছে বলে অভিযোগ। পুলিশ তদন্ত করছে। রুজু করা হয়েছে মামলাও।দফায় দফার রেইড চলছে আবগারি দপ্তর ও পুলিশের পক্ষ থেকে। করা হয়েছে নমুনা সংগ্রহ। এই হোটেল সহ রাস্তার পাশের আরো হোটেলে মদ বিক্রির অভিযোগ রয়েছে।আজ নমুনা সংগ্রহ করে গেলেন স্বাস্থ্য দপ্তরের খাদ্য নিরাপত্তা আধিকারিকরা।