তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- একগুচ্ছ দাবিকে সামনে রেখে সোমবার সকালে কাঁকসার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকরা। এদিন কাঁকসার মিনি বাজার সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু করে বিডিও অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা।
এদিন মিছিলে অংশ নেন বিজেপির বর্ধমান সদরের জেলা সহ-সভাপতি রমন শর্মা, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা দু'নম্বর মন্ডলের সভাপতী ইন্দ্রজিৎ ঢালী সহ অন্যান্যরা, বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন জল জীবন জল মিশন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর কথা থাকলেও এখনো পর্যন্ত এলাকায় কোন বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছায়নি।
কাঁকসার বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণ করা হলেও তা বেহাল হয়ে পড়েছে সেই সমস্ত রাস্তা দ্রুত নির্মাণ করার দাবি সহ এলাকায় ১০০ দিনের কাজ চালু করার দাবি সহ একাধিক দাবিতে আজ তারা গণ ডেপুটেশনে সামিল হন। এদিন কাঁকসার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পর ব্লক আধিকারিককে একটি ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্ব।