তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে কয়লা পাচারের অভিযোগে ধৃত লরি চালককে পুলিশ হেফাজতের পর শনিবার ফের মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত লরি চালকের নাম শেখ নাসিমুদ্দিন।গত ১২ তারিখে ভোর রাত্রে পানাগড়ের দার্জিলিং মোড় এলাকা থেকে ওই লরি চালককে গ্রেফতার করা হয়।
ধৃত লরি চালককে মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল মহকুমা আদালতের বিচারক। চারদিন পুলিশি হেফাজতের পর শনিবার ধৃত লরি চালককে ফের মহকুমা আদালতে পেশ করা হয়।