তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় পানাগর বাইপাসে রেল ব্রিজের ওপর।স্থানীয় সূত্রে জানা গেছে একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গার্ড ওয়ালে ধাক্কা মারে।
গাড়িতে চালক একাই ছিল, দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। মৃতের নাম পরিচয় জানা যায় নি।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ।
গুরুতর আহত অবস্থায় গাড়ির চালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনার জেরে পানাগর বাইপাস এ দু নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।