তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক মহিলাকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত যুবকের নাম রানা সিং, ধৃত যুবক কাঁকসা থানার অন্তর্গত দুর্গাপুরের মুচিপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার মুচিপাড়া সংলগ্ন এলাকায় প্রতিবেশীর সাথে অশান্তি শুরু হয়।
সেই সময় প্রতিবেশী এক মহিলা ও ব্যক্তির উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ধৃত যুবক। প্রতিবেশী মহিলা ও এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় ৩৩বছর বয়সি মনি মুর্মু ও ৪০ বছর বয়সি উত্তম মুর্মু । গুরুতর আহত অবস্থায় তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মনি মুর্মুর।
এই ঘটনায় প্রতিবেশী রানা সিং কে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে শনিবার পুলিশি হেফাজত চেয়ে মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পাশাপাশি তার স্ত্রীকেও গ্রেফতার করে আজ মহকুমা আদালতে পাঠানো হয়।