সংবাদাতা,দুর্গাপুর:- পারিবারিক বিবাদের জেরে দুর্গাপুরের মুচিপাড়াতে প্রকাশ্য দিবালোকে ছুরির আঘাতে আহত হন দুজন। গুরুতর আহত অবস্থায় দুজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।মনি মুর্মু বয়স ৩৩, উত্তম মুর্মু বয়স ৪০।আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হবার পর ccu তে মনি মুর্মু মারা যায় ।
অভিযুক্ত ওই প্রতিবেশী যুবককে মলানদিঘী ফাঁড়ির পুলিশ আটক করে নিয়ে যায়। এলাকাবাসীরা জানান, সকাল থেকে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ শুরু হয়। এই বিবাদের জেরে প্রকাশ্য দিবালোকে ছুরি চালিয়ে দেয় দুই প্রতিবেশীকে ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আছে মলান দিঘি ফাঁড়ির পুলিশ, অভিযুক্ত প্রতিবেশী যুবককে মলানদিঘি ফাঁড়ির পুলিশ আটক করে নিয়ে যায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।