সোমনাথ মুখার্জী পাণ্ডবেশ্বর:- শুক্রবার পাণ্ডবেশ্বরের খোলা মুখ খনি সোনপুর বাজারি এলাকায় বিক্ষোভে সামিল হল চাকরির বিনিময়ে জমি দেওয়া জমি দাতারা । জমিদাতাদের দাবী দীর্ঘ দিন আগে ই সি এল তাদের জমি অধিগ্রহণ করেছে । সেই সময় চাকরির বিনিময়ে জমি দেওয়া হয়েছিল । কিন্তু এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও চাকরি পাননি জমিদাতারা বলে অভিযোগ ।
বিক্ষোভকারী জমিদাতারা জানান ,চাকরির দাবিতে ই সি এলের বিভিন্ন দপ্তরে বারে বারে আবেদন নিবেদন করা হয়েছে কিন্তু শুধু আশ্বাস ছাড়া আজও পর্যন্ত কিছুই হয়নি । তাই শুক্রবার সকাল থেকেই জমিদাতারা পাণ্ডবেশ্বর এর ইসিএলের সোনপুর বাজারি খোলা মুখ খনির সামনে বিক্ষোভে সামিল হন ।
বিক্ষোপকারী জমিদাতাদের পক্ষে শচীনাথ মুখার্জি জানান, ইসিএল ১৯৮২ সালে তাদের জমি অধিগ্রহণ করে এই মর্মে যে জমির বিনিময়ে চাকরি দেওয়া হবে । সেই সময় এক একর জমির বিনিময়ে চাকরি হতো । পরে ই সি এলের নিয়মের কিছু পরিবর্তন হয় ,এক একরের বদলে দু একর জমিতে চাকরির নিয়ম শুরু হয় । ফলে এই সমস্যার কারণে আটকে যায় প্রায় ১৮৪ জনের চাকরি ।
জমির বিনিময়ে চাকরির দাবিতে ই সিএলের বিভিন্ন দপ্তরে বারবার লিখিতভাবে জানানোর পরও সমস্যার সমাধান হয়নি বলে জানান বিক্ষোভকারী জমিদাতারা । বিক্ষোভকারী জমিদাতাদের দাবী ইসিএলের সোনপুর বাজারি কর্তৃপক্ষ অবিলম্বে যদি তাদের জমির বিনিময়ে চাকরির ব্যাপারটির সুষ্ঠ সমাধান না করেন তাহলে তাদের আন্দোলন আরও বৃহত্তর হবে আগামী দিনে ।