সংবাদাতা,পূর্ববর্ধমান:- রথের মেলায় ভেঙে পড়লো নাগরদোলা। দুর্ঘটনায় জখম হয়েছে চার জন। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেমারি গ্রামীণ হাসপাতালে। শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের মেমারীর রসুলপুরে রথের মেলায় দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার পর থেকেই মেলায় ভীড় বাড়তে থাকে।
জখম শুভঙ্কর নন্দী বলেন, নাগরদোলা চালু হতেই বেল্ট ছিঁড়ে যায়।বেশ কয়েকজন ছিটকে মাটিতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই মেমারি থানার পুলিশ যায়।তবে দুর্ঘটনায় জখম হয়েছে যারা তাদের আঘাত গুরুতর নয় বলেন জানান হাসপাতালের চিকিৎসকরা ।