সংবাদাতা,পূর্ববর্ধমান:- 'রাজ্য সরকার খুব সর্তক আছে।বৃষ্টি না হওয়ায় খরিফ মরশুমের চাষে সমস্যা হচ্ছে' বলে জানান রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন রাজ্যের উত্তরে বৃষ্টি হচ্ছে পুরোমাত্রায়। সেখান ৯৭ শতাংশ বৃষ্টি হলেও দক্ষিণে বৃষ্টির ঘাটতি আছে।
৬৭ শতাংশ বৃষ্টি হয়েছে দক্ষিণের জেলাগুলিতে।অনেক জায়গায় কৃষকরা বৃষ্টির অভাবে বীজতলা তৈরি করতে পারে না।তবে আগামীদশ দিনে বৃষ্টি না হলে রাজ্য সরকার বিকল্প চাষ নিয়ে চিন্তা ভাবনা করবে বলে জানান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পাশাপাশি মহুয়া মৈত্রর বিতর্কিত মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে শোভনদেব বাবু বলেন, দল মনে করে কোন ধর্মীয় আবেগে আঘাত দেওয়া সঠিক নয়।