নীলেশ দাস, আসানসোল:- আসানসোল স্টেশনে আপ শালিমার পাটনা দুরন্ত এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় 200 বিদেশি পাখি উদ্ধার করলো আরপিএফ।গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ অভিযান চালিয়ে এই বিদেশী পাখি উদ্ধার করেছে।এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আরপিএফ।জানা গিয়েছে হাওড়া থেকে বিহারের পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল এই বিদেশী পাখি গুলোকে।আরপিএফ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 200 বিদেশি পাখি সহ একজনকে গ্রেফতার করেছে।