সংবাদাতা,পূর্ববর্ধমান:- আদিবাসীদের ডেপুটেশন ঘিরে অবরুদ্ধ বর্ধমানের রাজপথ। অস্ত্রসহ বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে জিটিরোড অবরোধ করে বিক্ষোভ আন্দোলনকারীদের। দীর্ঘক্ষন অবরোধের জেরে আটকে গেল স্কুল বাস থেকে বিভিন্ন যানবাহন।
বৃহস্পতিবার ৮ দফা দাবি নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে ডেপুটেশন দিতে আসে ভারত জাকাত মাজি পরগনা মহলের সদস্যরা। তাদের অভিযোগ, জেলাশাসক তাদের ডেপুটেশন নিতে চায়নি, এমনকি জেলাশাসক তাদের সাথে দেখাও করেনি বলে অভিযোগ।
এরপর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা বর্ধমান কার্জনগেট চত্ত্বরে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তীর-ধনুক, টাঙি, তরোয়াল, কাটারি সহ একাধিক অস্ত্র নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ,রাজ্যে ফেক এস টি সার্টিফিকেটে ছেয়ে গেছে। প্রশাসন সব জেনেও নির্বিকার বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।
তাদের অভিযোগ, চালাকি করে উচ্চবর্গের লোকেরা চাকরি পাচ্ছে। তাদের মূল অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। জেলাশাসক অনুমতি দিয়েও দেখা করলেন না, তাই অবরোধ বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা। এরপরে দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তারা। আদিবাসীদের এই অবরোধের জেরে গোটা শহরজুড়ে যানজট ছড়িয়ে পরে।