সংবাদাতা,পূর্ববর্ধমান:- 'চোর ধরো জেলে ভরো ' স্লোগান দিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করল বামপন্থী ছাত্র ও যুব সংগঠন। শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় দোষীদের শাস্তির দাবিতে সোমবার বিকালে বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে বিক্ষোভ দেখায় তারা। শহরের পার্কাস রোড এলাকা থেকে মিছিল করে কার্জনগেট চত্বরে জমায়েত হয় এসএফআই ও ডিওয়াই এফআইয়ের সদস্যরা। তারপর কার্জনগেট চত্বরে বিক্ষোভ দেখায় তারা।
এস এফ আই জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী জানান, ' ইডির উচিৎ হরিশ চন্দ্র স্ট্রিটেও তল্লাশি চালানো। ইডি এখনো পর্যন্ত যে টাকা উদ্ধার করেছে সেটা মাত্র কুড়ি শতাংশ। বাকি টাকা কালিঘাটে সুপ্রিমোর কাছে আছে।তাই ইডির উচিৎ কালিঘাটে তল্লাশি চালানো। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয় আসল মাথাকে গ্রেফতার করতে হবে ' বলে দাবী জানান অনির্বাণ রায়চৌধুরী ।