শুভময় পাত্র,বীরভূম:- প্রয়াত হলেন পদ্মশ্রী প্রাপ্ত বোলপুরের এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। ১১ঃ২৫ নাগাদ উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। ক্যান্সারে আক্রান্ত ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘদিন ধরে বোলপুরের হরগৌরীতলায় এক টাকার বিনিময়ে রোগী দেখতেন। প্রায় ৫৮ বছর ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে গেছেন সাধারণ মানুষকে। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ জেলার প্রান্তিক এলাকা থেকে সাধারণ মানুষ দীর্ঘ বহু বছর ধরে এক টাকার বিনিময়ে চিকিৎসা করাতেন।
ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর কর্ম সমিতির রাষ্ট্রপতির মনোনীত সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে বরাবরই কংগ্রেস ঘরানার মানুষ। বীরভূম জেলার কংগ্রেসের সভাপতি ছিলেন। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এদের পারিবারিক চিকিৎসক ছিলেন ড: সুশোভন বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বোলপুর তথা বীরভূমে।