তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ডাকাতির আগেই ডাকাতির ছক বানচাল করলো কাঁকসা থানার পুলিশ। বৃহস্পতিবার ভোর রাত্রে কাঁকসা থানার পুলিশ কাঁকসার বেলডাঙ্গার কাছে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কের ধারে একটি বেসরকারি কারখানার লাগোয়া এলাকা থেকে পাঁচজন ডাকাত কে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাঁচ জন ডাকাতির উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ওই পাঁচ জন কে ধরে তাদের তল্লাশী চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে।
বৃহস্পতিবার কাঁকসা থানার পুলিশ ধৃতদের দূর্গাপুর মহকুমা আদালতে পাঠায়।ধৃতরা হলেন শেখ আলাউদ্দিন,শেখ সিরামত,নব হাজরা,পল্টন সোরেন,শেখ রাজ ওরফে শেখ আলমগীর। ধৃতরা সকলেই বীরভূম জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।