তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আসন্ন বখরি ঈদ কে সামনে রেখে কাঁকসা থানায় বৃহস্পতিবার একটি সভা অনুষ্ঠিত হলো।এদিন সভায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক প্রশাসন ও কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ,কাঁকসার এসিপি শ্রীমন্ত ব্যানার্জি ,এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি, উপস্থিত ছিলেন এলাকার মসজিদ কমিটির সদস্যরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
সভার শেষে বিশিষ্ট সমাজ সেবী তথা তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি বলেন এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং কোন কোন স্থানে বখড়ি ঈদের দিন নামাজ পড়া হবে সেই নিয়েই প্রশাসনের আধিকারিকরা সকলকে নিয়ে আলোচনা করেছেন। যাতে সুষ্ঠ ভাবে উৎসব পালন হয় সেই বিষয়ে সকলের কাছে সহযোগিতার হাত বাড়াতে বলা হয়েছে।
তবে উৎসবের দিনে প্রশাসন কড়া নজরদারিতে থাকবে।যাতে এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। একই সাথে এদিন সোজা রথের মতোই যাতে উল্টো রথ নির্বিঘ্নে শেষ হয় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় এদিন।