Type Here to Get Search Results !

কয়লা বোঝায় লরি সমেত চালক কে আটক করলো সিআইএসএফ ও ইসিএলের নিরাপত্তা রক্ষীরা

 


সংবাদদাতা, অন্ডাল:- বৃহস্পতিবার অন্ডালের কাজোড়া মোড় এলাকায় দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের উপর একটি ১২ চাকার কয়লা বোঝায় লরি আটক করলো সিআইএসএফ ও ইসিএলের নিরাপত্তা রক্ষীরা । 








ঘটনায় লরি সমেত আটক করা হয় লরির চালককেও । কয়লা বোঝায় লরি সমেত চালক কে তুলে দেওয়া হয় অন্ডাল থানার পুলিশের হাতে । ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ । চালকের থেকে জানবার চেষ্টা হচ্ছে এই কয়লা কোথা থেকে, কোথায়, কার কাছে যাচ্ছিল ?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad