সংবাদদাতা, লাউদোহা :- সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার ভূমি রাজস্ব দপ্তরের সামনে পাট্টার দাবিতে বিক্ষোভ দেখালো উদ্বাস্তু সেলের লোকেরা । এদিন প্রায় শ-পাঁচেক মানুষ ভূমি রাজস্ব দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন ।
বিক্ষোভে এসে উদ্বাস্তু ছেলের সভাপতি ননী রায় জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী ভূমিহীনদের পাট্টা দেওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার ভূমি রাজস্ব দপ্তরের সে ব্যাপারে কোন ভ্রুক্ষেপ নেই । বিক্ষোভকারীদের দাবি তারাও তৃণমূলে সংগঠনের লোক । ননী বাবু জানান বারবার আমাদের লোকজন পাট্টার জন্য কাগজপত্র লাউদোহার ভূমি রাজস্ব দপ্তরে জমা দিচ্ছেন , কিন্তু অলৌকিকভাবে সেই কাগজপত্র পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না । এমনটাই ভূমি রাজস্ব দপ্তর থেকে তাদের বলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ।
তিনি বলেন এ ব্যাপারে আজ ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন 'ঘটনার খবর তিনি জানেন এবং শীঘ্রই এই সমস্যার সমাধান হবে '। ননী বাবুদের অভিযোগ যেখানে সরকার ভূমিহীনদের জমির পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেখানে সরকারী দপ্তরের লোকেরা সেই কাজ ঠিকমতো করছেন না । এতে যেমন সরকারের বদনাম হচ্ছে ,অন্যদিকে মাননীয়া মুখ্যমন্ত্রীর আদেশ কে অবমাননা করা হচ্ছে । কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আসে লাউদোহার ফরিদপুর থানার বিশাল পুলিশ বাহিনী । প্রায় এক ঘন্টা এই বিক্ষোভ চলে, তারপর ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা ।