সোমনাথ মুখার্জী ,পাণ্ডবেশ্বর:- শ্রাবণ মাস পড়লেই দেশ তথা রাজ্যের বিভিন্ন জায়গায় শিব মন্দির গুলিতে বাবা ভোলেনাথ কে স্নান করাতে ভক্তদের ভিড় উপচে পড়ে । খনি অঞ্চল পাণ্ডবেশ্বরের অজয় নদীর তীরে পঞ্চপান্ডব মন্দির,কুমারডিহি শায়েরের বুড়ো শিব, খান্দ্রা বিশ্বেস্বরির বাবা নীলকন্ঠ,এছাড়াও পাণ্ডবেশ্বরের বিভিন্ন জায়গায় রয়েছে বহু প্রাচীন শিব মন্দির ।
এদিন প্রায় সব শিব মন্দিরেই সকাল থেকেই দেখা গেল বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে ভক্তরা ভক্তি ভরে লাইন দিয়েছেন। প্রসিদ্ধ হুগলির তারকেশ্বরের বাবা ভোলেনাথ সদুর শেওড়াফুলি থেকে গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে ভক্তরা পিছপা হন না ।
এমনই দৃশ্য দেখা গেল পাণ্ডবেশ্বরের পানসিউলি লস্কর বাঁধ এলাকায় । এলাকার মহিলা, পুরুষ, বাচ্চা সকলেই ভক্তি ভরে সুদূর অজয় নদী থেকে জল নিয়ে লস্কর বাঁধের বাবা শিবের মাথায় ঢালার উদ্দেশ্যে সকাল থেকেই পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন ।
এলাকায় দেখা গেল বাবা ভোলেনাথ কে একটু সন্তুষ্ট করতে মাথায় বিশাল কলসি জল ভর্তি করে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন বেশ কয়েকজন মহিলা । তাদের জিজ্ঞাসা করা হল "এত বড় কলসি ভর্তি জল শদুর অজয় নদী থেকে আনতে কষ্ট হয় কিনা "? হাসিমুখে, ভক্তি ভরে তারা জানায় ,শুধুমাত্র বাবা ভোলেনাথ কে সন্তুষ্ট করতে এবং মানসিক শান্তি পেতেই তাদের এই কষ্ট গায়ে লাগেনা । এমনকি তাদের সাথে দেখা গেল কয়েকজন বাচ্চাকেও পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে দৌড়াতে । কথায় আছে? ভক্তিতেই মিলে শক্তি এটা বোধহয় তারই প্রমাণ। ।