সংবাদাতা,পূর্ববর্ধমান:- প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারের ঘটনায় জিটিরোড অবরোধ করে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করল সিপিএম। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাবদিহি দাবী করা হয় বিক্ষোভস্থল থেকে। শনিবার বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে দশ মিনিট জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় জেলা সিপিএম।
'পাড়ায় পাড়ায় চোর ধরো জেলে ভরো' এই স্লোগানকে সামনে রেখে চলে বিক্ষোভ। কয়েকশো সিপিএম কর্মী এই বিক্ষোভে সামিল হয়। সিপিএম নেতা অপূর্ব চ্যাটার্জি জানান, ' ইডির উচিৎ হরিশ চন্দ্র স্ট্রিটেও তল্লাশি চালানো। তিনি আরও অভিযোগ করেন, বর্ধমানের বিধায়কদের বিগত এগার বছরে তোলা তুলে প্রচুর সম্পত্তি বানিয়েছে, এসি গাড়ি ব্যবহার করছে। আগামীতে এর জবাব দিতে হবে।'