সংবাদাতা,পূর্ববর্ধমান:- প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবী করল বিজেপি। শনিবার এই দাবী নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে জেলা বিজেপি।
শনিবার বিকেলে বর্ধমানের টাউনহল থেকে মিছিল করে কার্জনগেট চত্ত্বরে জমায়েত হয় বিজেপি নেতা কর্মীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তার ঘনিষ্ঠের গ্রেফতারের ঘটনায় কার্জনগেট চত্ত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি । বিক্ষোভ শেষে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন বিজেপি কর্মীরা।
এই বিক্ষোভস্থল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করে বিজেপি। বিজেপির জেলা সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, যতদিন মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবেন ততদিন আমাদের এই আন্দোলন চলবে।