সংবাদাতা,অন্ডাল:- অন্ডালের শিশু হত্যার ঘটনার পুননির্মাণের জন্য শনিবার শিশু খুনের দায় অভিযুক্ত মহিলা সহ চারজনকে অন্ডালের মাধবপুর এলাকায় ঘটনাস্থলে ঘটনার পুনঃনির্মাণের জন্য নিয়ে আসে পুলিশ।এদিনের সমস্ত ঘটনার তদারকি করেন এসিপি অন্ডাল।তিনি জানান ঘটনার তদন্তের জন্য অভুযুক্তদের ঘটনাস্থলে নিয়ে আসা হয়।
স্থানীয় এক বাসিন্দা তনু বাউড়ি জানান এদিন অভিযুক্ত মহিলা সহ চারজনকে ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ।সে দিনের ঘটনার পুননির্মাণ করা হয় অভিযুক্তদের দিয়ে,এবং পুলিশ ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।