তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এস এস সি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার ঘিরে উত্তাল গোটা রাজ্য। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে রবিবার সকালে পানাগড় বাজারে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা।
মাথায় কুমড়ো নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বেঙ্গাত্মক ছড়া লেখা পোস্টার হাতে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতীকৃতিতে নকল ২০০০ টাকার নোটের মালা পরিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা।এদিন গুরুদুয়ারা সংলগ্ন এলাকা থেকে মিছিল করে এসে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা।
এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি নকল ২০০০ টাকার নোট রাস্তার ওপরে ছড়াতে থাকে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায়, যান চলাচল। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।এদিন বিক্ষোভে সামিল হয় বিজেপির কাঁকসা দু নম্বর মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালী, বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা সহ মন্ডল এর বিজেপির কর্মী সমর্থকেরা।