সংবাদাতা,পূর্ববর্ধমান:- অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ২৫ থেকে ৩০ জন।তাদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, মেমারী গ্রামীণ হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পূর্ববর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম তেলেপুকুর এলাকার ঘটনা।
রবিবার দুপুরে জৌগ্রামের তেলেপুকুর এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠান ছিল।সেখানে প্রায় ১৩০ জন মতো নিমন্ত্রিত ছিলেন। সেখানে খাবার খাওয়ার পর সোমবার সকাল থেকেই ডায়রিয়ার উপসর্গ নিয়ে এক এক করে অসুস্থ হতে শুরু করেন অনেকে।প্রাথমিক ভাবে তাদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র,মেমারী ও বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়।
জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার জানান,এখনও পর্যন্ত প্রায় ২৫ থেকে ৩০ জন ভর্তি আছেন।তবে সকলেরই অবস্থা স্থিতিশীল।খাদ্যে বিষক্রিয়াজনীত কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।