সংবাদাতা,পূর্ববর্ধমান:- জমিতে চাষ করার সময় ট্রাক্টরের রোটাভেটরের ফালে পরে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু হল এক বালকের।মৃত বালকের নাম বিদ্যুৎ মাঝি (১৪)।বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের মন্দারবাটি গ্রামে।
ট্রাক্টরে করে জমিতে চাষ করার সময় বিদ্যুৎ সহ আরও কয়েকজন ছেলে সেখানে ছিল।অসাবধনতাবশত রোটাভেটরের ফালে পড়ে যায় বিদ্যুৎ মাঝি।ফালে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার খবর পেয়ে যায় ভাতার থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।