Type Here to Get Search Results !

বিশ্ব পরিবেশ দিবস পালন হলো কাঁকসার পানাগড় গ্রামে

 


তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- পানাগড় গ্রাম ছাত্র সমিতি ক্লাব ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন হলো কাঁকসার পানাগড় গ্রামে।







রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন কাঁকসার পানাগড় গ্রামে ছাত্র সমিতি ক্লাব প্রাঙ্গনে ছোট ছোট শিশু দের নিয়ে পরিবেশের উপরে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।









প্রতিযোগিতায় এলাকার প্রতিভাবান খুদে শিল্পীরা অংশ নেয়।প্রতিযোগিতার শেষে সকলকে উৎসাহিত করার পাশাপাশি পুরস্কার তুলে দেওয়া হয় প্রতিযোগিতায় জয়ীদের হাতে। 










উদ্যোক্তারা জানিয়েছেন মানুষের জীবনে পরিবেশের গুরুত্ব কি তা বোঝাতেই তারা এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন এর ফলে ছোট ছোট শিশুদের মনে পরিবেশের গুরুত্ব কতটা তা তারা বুঝতে পারবে।







পাশাপাশি এদিন  ভারতীয় জনতা পার্টির কাঁকসা মন্ডল 2 মন্ডলের পক্ষ থেকে পানাগড় বাজার শ্মশান কালী মন্দির চত্বরে বৃক্ষরোপণ করা হলো।






উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা,কাঁকসা ২নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি সহ বিজেপির কর্মী সমর্থকরা।





কাঁকসা ২নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি বলেন সারা বছর ধরেই ভারতীয় জনতা পার্টির নানা রকম সমাজ সেবা মূলক কাজ কর্ম চলতে থাকে। সেই কর্মসূচির অন্তর্গত প্রতিবছরের মত এবছরও বৃক্ষ রোপন কর্মসূচি নেওয়া হয়।







সেই কর্মসূচিরই অন্তর্গত আজ পানাগড় বাজারের শ্মশান কালি মন্দিরে কিছু ফলের গাছ রোপন করা হয়।তবে শুধু বৃক্ষ রোপন করাই নয়।রীতিমত যতদিন না সেই গাছ বেড়ে উঠছে ততদিন তারা গাছ গুলির রক্ষণাবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।











পাশাপাশি আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাক তেতুল যুব একাডেমি পরিচালিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সমাজের প্রতি পরিবেশ সুস্থ রাখার  আবেদনের সাথে বৃক্ষ রোপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় ।







অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত ডক্টর  আরতি ভট্টাচার্য্য, পানাগর ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরাম এর সম্পাদক প্রণব শেঠ,  নিতাই হাজরা ,চাকতেতুল যুব একাডেমির সম্পাদক ঝন্টু ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব। 









পরিবেশের প্রতি প্রত্যেক মানুষের যে দায়বদ্ধতা তা সুন্দরভাবে ব্যাখ্যা করা হয় এবং দূষণ রোধে মানুষের কি কি কর্তব্য ,তৎসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের দৈনন্দিন জীবনে যা যা কর্তব্য সেগুলি সুন্দর ভাবে উপস্থাপন করা হয়। 








তৎসৎ মানবজাতির কল্যাণে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে 5 জন মহিলা সমেত টোটাল 35 জন রক্তদান করে। এই দুর্বিষহ গরমের মধ্যে মানবিকতার টানে  প্রত্যেক রক্তদাতাকে  শুভেচ্ছা জানানো হয় ।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad