সংবাদদাতা,পাণ্ডবেশ্বর:- শুক্রবার রাত্রি এগারোটা নাগাদ খনি অঞ্চল পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারি এলাকায় বিশালাকার অজগর সাপ উদ্ধার ঘিরে আতঙ্ক এলাকায়। স্থানীয়দের মতে আনুমানিক প্রায় দশ ফুট লম্বা এই অজগর সাপ।
এত বড় এই ধরনের সাপ সচরাচর খনি অঞ্চলে দেখা যায় না তবে অজগর সাপ দেখতে উৎসাহী মানুষের ভিড় করেছিলেন।
খবর দেওয়া হয় বনদপ্তরের আধিকারিকদের পরে ঘটনাস্থলে আসে বনদপ্তর এর কর্মীরা এবং সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যায়।