সংবাদাতা, পূর্ব বর্ধমান:- দুর্গাপুর এডিসিপি অফিসে সাধারণ মানুষ অভিযোগ শুনতে শুক্রবার প্রথম দিন আসলেন আসানসোল - দুর্গাপুর পুলিস কমিশনারেটের সিপি সুধীর কুমার নীলকান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসি পূর্ব অভিষেক গুপ্তা।
এদিন সিপি'র সাথে দুর্গাপুর মহকুমা'র বেশ কয়েকটি থানার ওসি'রা সাক্ষাৎকার করেন। পাশাপাশি দুর্গাপুর এনআইটি'র একটি প্রতিনিধি দল সাক্ষাৎকার করেন। এছাড়াও দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলের কর্তৃপক্ষ সাক্ষাৎকার করেন বিশেষ অনলাইন অ্যাপসের বিষয়ে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন সিপি।
সিপি সুধীর কুমার নীলকান্তবাবু জানান, তিনি প্রতি শুক্রবার দুর্গাপুর থানা চত্বরে এডিসিপি অফিসে বসবেন। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ওই অফিসে উপস্থিত থাকবেন। পাশাপাশি ফাঁড়ি ও থানা এলাকায় ডিসি ও এসিপি নেতৃত্ব মাঝে মধ্যে সাধারণ মানুষের অভিযোগ শুনতে ক্যাম্প করা হবে। পরবর্তী কালে দুর্গাপুর প্রাণকেন্দ্রে স্থায়ী একটি সিপি অফিস করার পরিকল্পনাও করা হয় এদিন।