সংবাদাতা, পূর্ব বর্ধমান:- অবিলম্বে জেলা সহ সমগ্র রাজ্যের বিদ্যালয়গুলি খোলার দাবীতে সোমবার বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। স্কুল খোলার দাবীতে জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদের সামনে বিক্ষোভ দেখায় তারা।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সভাপতি রামসহায় মুখার্জি বলেন, গত দু'বছর কোভিডের কারণে বিদ্যালয়গুলি বন্ধ ছিল। গত ফেব্রুয়ারী মাসে বিদ্যালয় খোলার পর সবে মাত্র বিদ্যালয়গুলি ছন্দে ফিরতে শুরু করেছে। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে শুরু করেছিল এর মধ্যে গরমের ছুটি এগিয়ে নিয়ে এসে দেড় মাস ছুটি দেওয়া হল। এতে পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে।
ছাত্রছাত্রীরা ড্রপ আউট হয়ে যাচ্ছে। এরপর আবার ছুটি পনের দিন বাড়িয়ে দেওয়া হল। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার বিস্তর ক্ষতি হচ্ছে। তাই অবিলম্বে বিদ্যালয়গুলি খোলা হোক এই দাবীতে স্কুল ডি আই, প্রাইমারি চেয়ারম্যান এবং জেলাশাসককের কাছে ডেপুটেশন দেয়।