সংবাদাতা, পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলা জুড়ে এবার লাগু হলো তামাকজাত দ্রব্য আইন। পাবলিক প্লেসে ধূমপান করা আইনত অপরাধ। যদি কাউকে এবার পাবলিক প্লেসে ধূমপান করতে দেখা যায় তাহলে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানানো হলো প্রশাসনের পক্ষ থেকে।
শুধু তাই নয় যে কোন দোকান থেকে ১৮ বছরের নিচে বয়স্কদের তাদের কাছে নেশা জাতীয় দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। দোকানদার কেউ হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে। এই নির্দেশিকা অমান্য করলে জরিমানা পর্যন্ত হতে পারে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান শহরের কোর্ট কম্পাউণ্ড সহ টাউনহল এলাকাগুলিতে তামাক জাতীয় দ্রব্য ব্যবহারে রাশ টানার জন্য সচেতনতা মূলক প্রচার করা হয়। প্রতি সপ্তাহে বিভিন্ন অঞ্চল জুড়ে চলবে এই সচেতনতা মূলক প্রচার।
সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডক্টর শুভ্রজিৎ রায়চৌধুরী, হেলথ ডিপার্টমেন্টের আধিকারিক , ফুড সেফটি অফিসার থেকে সমাজসেবী সুবর্ণময়ী সামন্ত । আজকে যেহেতু সচেতনতা অভিযানের প্রথম দিন তাই আজ থেকে জরিমানা চালু করা না হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু নির্দেশ অমান্য করলে জরিমানা দিতে হবে। তার আগে সচেতনতার জন্য একটি ট্যাবলোর মাধ্যমে মাইকিং করা হবে শহর জুড়ে।