সংবাদাতা,পূর্ব বর্ধমান:- অগ্নিপথ নিয়ে এবার রাস্তায় নামলো বামপন্থী ছাত্র যুবরা। সোমবার বর্ধমানে ডিওয়াইআই ও এসএফআইয়ের পক্ষ থেকে মিছিল বের করা হয়।মিছিল শেষে শহরের জিটি রোডের পার্কাস রোডের মোড়ে অবরোধ করে বাম ছাত্র যুবরা। দশমিনিট অবরোধ চলার পর বর্ধমান থানার পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।
গত কয়েকদিন ধরেই গোটা দেশে অগ্নিপথ নিয়ে অশান্তি চলছে।ট্রেন ও স্টেশনে ভাঙচুরের পাশাপাশি অগ্নি সংযোগ করা হয়েছে। বিক্ষোভের জেরে বহু দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন।
ছাত্র নেতা অনিবার্ণ রায়চৌধুরী বলেন, দিল্লির যন্তরমন্তরে সিভিক সেনা নিয়োগের প্রতিবাদ করতে গিয়ে তাদের ছাত্র নেতা ময়ূক বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজ্যে সিভিক পুলিশ নিয়োগের মতই কেন্দ্রে মোদী সরকার সিভিক সেনা নিয়োগের প্ররিকল্পনা নিয়েছে। তারা প্রতিবাদে রাস্তায় নেমেছেন।