সংবাদদাতা ,অন্ডাল :- সোমবার অন্ডাল ডিভিসি কারখানা র গেটের সামনে ওভারলোড ডাম্পার আটকে বিক্ষোভে সামিল অন্ডাল মোড় নাগরিক মঞ্চের সদস্যরা । অন্ডাল মোড় নাগরিক মঞ্চের আন্দোলনে শামিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
নাগরিক মঞ্চের দাবি অন্ডাল ডিভিসির ছাই ডাম্পার করে ওভারলোড নিয়ে যাওয়ার ফলে বিভিন্ন জায়গায় রাস্তায় সেই ছাই পড়ে পড়ে যায় । যার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা রাস্তার অবস্থা দিনে দিনে হচ্ছে বেহাল । এই ছাইয়ের ফলে এলাকায় ছড়াচ্ছে দূষণ। যার ফলে মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগের জীবাণু এমনটাই দাবি আন্দোলনকারীদের সাথে সামিল অন্ডাল ব্লক সভাপতি কালো বরন মন্ডলের।
বারবার ডিভিসির দরবারে আবেদন করার পরও সূরাহা মেলেনি ,তাই তারা আজ এই পথ বেছে নিয়েছেন বলে জানান বিক্ষোভকারীরা । ডিভিসি কর্তৃপক্ষ যতদিন না তাদের দাবি মেনে নেয় ততদিন এই আন্দোলন চলবে বলে জানান অন্ডাল ব্লক সভাপতি । ব্লক সভাপতি ও হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী বুধবার পর্যন্ত দেখা হবে ডিভিসি কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা । তিনি জানান অবিলম্বে ওভারলোড বন্ধ করতে হবে এবং যাতে রাস্তায় ছাই না পরে তার বিকল্প ব্যবস্থা করতে হবে ডিভিসি কে । অবশেষে ঘন্টা খানেক পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।