তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সিপিআইএম এর সারা ভারত খেতমজুর ইউনিয়নের কাঁকসা অঞ্চল কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো সোমবার। সোমবার কাঁকসার গাঙ্গুলী পাড়ায় বাম খেতমজুর ইউনিয়নের কাঁকসা অঞ্চল কমিটি দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ভীম বাউরী মঞ্চে নিতাই মেটে নগর কাঁকসার গাঙ্গুলী পাড়ায়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা শ্যাম বাগদি, চন্ডী বাগদি, চিত্তরঞ্জন দাস, খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য গনেশ চৌধুরী সহ অন্যান্যরা।
এদিন অনুষ্ঠানের শুরুতে কাঁকসার প্রয়াগপুর থেকে কাঁকসার গাঙ্গুলী পারা পর্যন্ত সারা ভারত খেতমজুর ইউনিয়ন কাঁকসা অঞ্চল কমিটির পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কাঁকসার গাঙ্গুলী পাড়ায় দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।