তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- ১৪ই জুন বিশ্বরক্তদাতা দিবস উপলক্ষ্যে পানাগড় রেল পুলিশের উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন পানাগড় রেলস্টেশন সংলগ্ন রেল পুলিসের অফিসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
মূলত রেল পুলিশের জওয়ানরা এদিন রক্তদান করেন । পাশাপাশি রেলস্টেশন সংলগ্ন এলাকায় মানুষজনও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন । পানাগড় স্টেশনের রেল পুলিশ আধিকারিক প্রবীর কুমার দাস জানান প্রাথমিকভাবে ৩৫ জন রক্তদাতার কথা ভাবলেও সেই সংখ্যা ছাড়িয়ে যায় । এদিন মোট ৪০ জন রক্তদাতা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন।