তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- অবৈধ ছাঁট লোহা চুরির সাথে যুক্ত থাকার অভিযোগে কাঁকসা থানার পুলিশ দুইজন কে গ্রেফতার করলো মঙ্গলবার ভোররাতে । ধৃত দুই অভিযুক্তের নাম শিবু বাউরি ও অর্ণব কেশ । পুলিশ সূত্রে জানা গেছে কাঁকসার বিরুডিহা এলাকার সোকনা গ্রামের বাসিন্দা শিবু বাউরি ও পানাগড় গ্রামের বাসিন্দা অর্ণব কেশ।
গোপন সূত্রে খবর পেয়ে চারমাইল এলাকা থেকে অভিযুক্ত শিবু বাউরিকে ও পানাগড় গ্রাম সংলগ্ন এলাকার সমশানের সামনে থেকে অর্ণব কেশকে গ্রেফতার করে পুলিশ । দুজনের কাছ থেকে মোট ৫০ কেজি ছাঁট লোহা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃত দুই অভিযুক্তকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ । পাশাপাশি এলাকায় অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাঁকসা থেকে আরও এক জন ব্যক্তিকে গ্রেফতার করে মহকুমা আদালতের পেশ করা হয়।